একটি করে সুন্নাহ মানো জীবন চলার পথে
জীবন সাজাও ফুলের মতো আল্লাহ রাসুল মতে
সকল কাজের শুরুতে পড় বিসমিল্লাহ
খুশির খবর এলেই পড় আলহামদুলিল্লাহ
দরুদ পড় সব সময়ই
খোদার রহম পেতে।।
ধৈর্য্য ধরো বিপদ আসে যতো
ইন্নালিল্লাহ পড় সদায়
হয়ো নাকো নতো।।
ভালো কাজের উৎসাহে বলো মাশাল্লাহ
ভুল পথে পা বাড়ালে আস্তাগফিরুল্লাহ
তাওবা কর খোদার কাছে
পাপ মুছিয়ে নিতে।।
Connect With Us