“আজান” নামাজের আহবান ।
“নামাজ” বেহেস্তের চাবি ।
“বেহেস্ত” পরকালের বাড়ি ।
“পরকাল” চির স্থায়ী ।
তাই, আজান শুনলেই নামাজ পড় ।

নামাজ পড় , অন্যকে পড়তে বলো ।
কোরআন তেলাওয়াত করো , অন্যকে করতে বলো ।
দিনে রাতে ১০ বার কালেমা পড়, অন্যকে পড়তে বলো ।
দিনে ২০ বার মৃত্যুর কথা স্মরণ করো ।
নিজে ভালো হও, অন্যকে ভালো হতে সাহায্য করো ।
বাবা মা কে সম্মান করো, অন্যকে করতে বলো ।
নিশ্চয়ই আল্লাহ তোমার মঙ্গল করবেন … আমিন ।

ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ
ইসলামকে ভালবাসলে পাবে সম্মান
রাসুল (সঃ) কে ভালবাসলে হবে আদর্শবান
আল্লাহ কে ভালবাসলে পাবে দুজাহান ।

পৃথিবীতে যা কিছু করবা কর,
কিন্তু নামাজ বাদ দিও না।
কারন নামাজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে।

পৃথিবী একটা ফিল্ম,
যার ডিকেক্টর হলেন মহান স্রষ্ঠা ।
হিরো – হিরোয়িন হলো মানুষ ,
আর ভিলেন হল শয়তান ।
আর এই ফিল্ম টি মুক্তি পাবে কেয়ামতের দিন ।

একদিন সাদা কাপড় পড়ে,
যেতে হবে অন্ধকার কবরে ।
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে ,
একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে ?
তাই আল্লাহকে ভয় করো ।

প্রিয় গ্রাহক,
প্রতি ৫ ওয়াক্ত নামাজে আপনি পেয়েছেন ৫ বার বেয়াম,
৫ বার পবিত্রতা,
৫ বার আল্লহর সাক্ষাত করার সুবর্ণ সুযোগ ।
জ্বলে উঠুন আল্লাহর রহমতে ।

যখন তোমার জীবনের উপর আঘাত আসবে,
ইসলাম দিয়ে তা প্রতিহত কর ।
আর যখন ইসলামের উপর আঘাত আসবে,
তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর । —- হযরত আলী (রাঃ)

আল্লাহ তায়ালা বলেনঃ-
তুমি ওই দিনকে ভয় করো ,
যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে । —- সুরা ইয়াসিন (৬৫)

আয় ছেলেরা, আয় মেয়েরা , নামাজ পড়তে যাই ।
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই ।
৫ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন ।
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন ।

আল্লাহ পাকের চারটি রহমত
যা বেশীর ভাগ মানুষের পছন্দ নয়ঃ
১. কন্যা সন্তান ।
২. মেহমান ।
৩. বৃষ্টি ।
৪. রোগ বা অসুস্থতা ।

বিপদের সময়-
পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও
আল্লাহ তায়ালার দরজা সব সময় খোলা থাকে ।

কিয়ামতের দিন বেহেস্তের দিকে সর্বপ্রথম তাদেরকে আহবান করা হবে,
যারা সুখে- দুঃখে আল্লহর প্রশংসা করে । (বায়হাকী)
