قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِنْكَ وَارْزُقْنَا وَأَنْتَ خَيرُ الرَّازِقِينَ আরবি উচ্চারণ ১১৪।ক্ব-লা ‘ঈসাব্নু র্মাইয়ামা ল্লা-হুম্মা রব্বানা য় আন্যিল্ ‘আলাইনা- মা – য়িদাতাম্ মিনাস্ সামা – য়ি তাকূনু লানা-‘ঈদাল্ লিআওয়্যালিনা-অ আ-খিরিনা-অ আ-ইয়াতাম্ মিন্কা,অরযুক্ব না-অ …
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِবিসমিল্লাহির রাহমানির রাহীমপরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّতাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়াতাব্বাধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَমা আগনা আনহু মালুহু ওয়ামা কাছাবতার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে …
বিসমিল্লাহির রাহমানির রাহীম | قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ কুল্ হুওয়াল্লা-হু আহাদ্ বলুন, তিনি আল্লাহ, এক اللَّـهُ الصَّمَدُ আল্লা-হুচ্ছমাদ্ আল্লাহ অমুখাপেক্ষী لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নিوَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌঅলাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্ আহাদ্ এবং …
বিসমিল্লাহির রাহমানির রাহীম | بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, مِن شَرِّ مَا خَلَقَ মিন্ শার রিমা-খলাক্ব তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্ …
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِকুল আউযু বিরাব্বিন নাসবলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,مَلِكِ النَّاسِমালিকিন্ নাসমানুষের অধিপতির ।إِلَهِ النَّاسِইলাহিন্ নাসমানুষের মা’বুদের ।مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِমিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাসতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِআল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাসযে কুমন্ত্রণা দেয় মানুষের …
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِবিসমিল্লাহির রাহমানির রাহীমপরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَআল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিনসমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। الرَّحْمَنِ الرَّحِيمِআর রামানির রাহিমযিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। مَالِكِ يَوْمِ الدِّينِমালিকি ইয়াওমিদ্দিনযিনি বিচার অধিকর্তা (মালিক)। إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ …