পৃথিবী থমকে গেছেহারিয়েছে চিরচেনা রুপ,থেমে গেছে কোলাহলভেঙ্গে গেছে মনবলঅদৃশ্য ইশারায় সব নিশ্চুপ।ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকারঅদৃশ্য কেউ যেন বলছে ডেকেবল আজ রাজত্ব কার। (১ম অন্তরা)*বিপদের ঘনঘটাআজ দিকে দিকেআশার আগামী যেনধুশর ফিকেআআআআ আ আ আবিষাদের কারগারেবন্ধি সবিবড় দুর্যোগ আজসীমালঙ্ঘিতএ মানবতার।।ঐ ♣২য় অন্তরা♣ক্ষনিকের রঙচটালাজ হীনা সুখেদুঃখের সুনামি …
ঐ দেখা যায় দূর আকাশেচাঁদ কী দারুণ হাসেরহম-ক্ষমার বার্তা নিয়েসিয়াম ফিরে আসে।।::রোযা মানে নয় উপবাসসারাটাদিন চলারোযা হলো শুদ্ধ মনেরবের কথা বলা।মুমিন হৃদয় হিংসা ভুলে-প্রেম সাগরে ভাসে।।::বছর জুড়ে জমে আছেমনে যত কালোএকটি মাসের ইবাদাতেমাফ চেয়ে নাও মুনাজাতেকরো জীবন আলো।।::রমজানেরই রোজা যে জনরাখবে রবের প্রেমেখুশি মনে মালিক তাকেনেবেন …
চোখ মেলো সোনামণি সবার আগে,বুক ভরে শ্বাস নাও সবার আগে।পাখিরা জাগার আগে, সূর্য ওঠার আগেরবকে ডাকো, যেন হৃদয় জাগে।আলহামদুলিল্লাহ আল্লাযি আহয়্যানা বা’দামা আমাতানাঅ-ইলাইহিন নুশুর,রবকে ডেকে তুমি কণ্ঠে তোল এই সুর। পাখিরা যদি জাগে তোমার আগে,লজ্জা কী লজ্জা! তোমার ভাগে।দোয়েল ময়না টিয়েযাকে ডাকে শিষ দিয়েতুমিও ডাকো সেই …
কোরানের মহা সুর শুনে সেদিনকথা: আবু তাহের বেলালসুর: মশিউর রহমান কোরানের মহা সুর শুনে সেদিনযেমন গলেছিলো ওমরের মনতেমনি করে তুমি দাও গলিয়েবিপথগামী যত মানুষের মনআ…..আ….. ওরা তো কোরআন পড়ে নাবোঝেনা তো তার মর্মবাণীআঁধারের পথে তাই বারবারআলেয়া ওদের নেয় যে টানিতবুও আদরের ফুল ঝরিয়েহেফাজত করো তুমি সারাক্ষণ …
হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাফি কালবি গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন। তবু আমি তোমার হবো তোমার অধীন, তবু আমি তোমার হবো তোমার অধীন। …
আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহআল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহআল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহআল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ শুকনো এ মরুভুমিতে দাও তোমার প্রেমের জলউভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসলশুকনো এ মরুভুমিতে দাও তোমার প্রেমের জলউভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসলহৃদয়কে …
আমায় সৃষ্টি করেছো প্রভুদেই না তো কোন প্রতিদানতোমার রহম দয়া আর ক্ষমাতবু আছে অফুরান সৃষ্টি করেছো আকাশসৃষ্টি করেছো বাতাসসৃষ্টি করেছো সাগর নদীসৃষ্টি করেছো পাহাড়সকল কিছুই অকাতরেকরছো মোদের দানআল্লাহ তোমার ভালোবাসাসত্যি অফুরান । সৃষ্টি করেছো আহারসৃষ্টি করেছো পানিসৃষ্টি করেছো দিন রাত্রিসবুজ বৃক্ষরাজীতোমার নেয়ামতেই মোরাকরছি জীবন যাপনরহমতের বৃষ্টি …