কোন একদিনএই দেশের আকাশেকালেমার পতাকা দুলবে।সেইদিন সবাইখোদায়ী বিধান পেয়েদুঃখ-বেদনা ভুলবে।কোন একদিন……. সেদিন আর রবে নাহাহাকার,অন্যায়, জুলুম, অবিচার-১থাকবেনা অনাচার,দুর্ণীতি – কদাচার-১সকলেই শান্তিতে থাকবে,সেইদিন সবাইখোদায়ী বিধান পেয়েদুঃখ-বেদনা ভুলবে। একাকিনী রমণী,নির্জন পথে যাবে।কোনজন কটু কথা কবে না।কোনদিন পথে-ঘাটে,সম্পদের মোহে,খুন আর রাহাজানি রবে না। সেই দিন আরনয় বেশী দূরে-১আর কিছু …
আমি ক্লান্ত যখন পাপের ভারেডুব দিয়ে রই ঘোর আঁধারেঅন্তরে হয় ক্ষতযেন তোমায় ডাকি জায়নামাজেমন ঢেকে যায় প্রেমের ভাজেসিজদাতে হই নত। যদি,এই দুনিয়ার দুঃখ জ্বালাসুখের ঘরে দেয়রে তালাকাঁদায় অবিরতযদি,খুব প্রিয়জন প্রাণের স্বজনঅবহেলায় দেয় ভেঙে মনযায় দূরে যায় শত। যদি,নাই বা আসে সেই মধু ক্ষণসফলতার সব আয়োজনহয় না …
ঘুম যদি না আসে গভীর রাতেপ্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে পশু-পাখি, গাছগাছালিপ্রভুর প্রেমে জেগে করে মিতালীমানুষ হয়ে তোমরা কেনোগভীর ঘুমে আছো মেতে আকাশ-বাতাস, গ্রহ-তারাপাহাড়-নদী, ঝর্ণা ধারাপাখিদের কলতানে মিষ্টি সুরেতোমারি প্রেমে গেয়ে উঠে মেতে সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায়ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায়সাগর নদী জোয়ার ভাটাতোমার প্রেমে …
আল্লাহ নামের তাসবীহ্ জপেকরলে শুরু দিনরহম দানে ভরবে জীবনহাসবে অমলিনআল আজীজু, আল গাফুরুরাব্বুল আলামীন।।.হিমেল হাওয়ায় সুবহে সাদিকছড়ায় আলোর বানপাখ-পাখালির কন্ঠে ভাসেআল্লাহ নামের গান।মিনার হতে যায় ডেকে যায়সুরের মুয়াজ্জিন।।.আল্লাহ নামের জিকির করেরাঙাও তোমার মনদয়ার সাগর দেবেন ক্ষমাতোমায় প্রতিক্ষণ।.সকাল-সাঁঝে কাজের ফাঁকেনিলে প্রভুর নামএপার-ওপার দুই জীবনেবাড়বে তোমার দাম।ঐশী আলোয় …
আল্লাহ তুমি সৃষ্টিকারী সকল জীবের লালনকারীতোমার নামে নিরবধিজীবন পথে দেব পাড়ি।। তোমার দয়ায় পাখি গায়ঝর্ণা ধারা ছুটে যায়।কুলুকুলু নদীর ঐ গান কোকিলেরই কুহুতানসবই তোমার সৃষ্টি প্রভুতুমি সবার পালনকারী।। মৌনতা ঐ আকাশে ছবি আঁকা সবুজেমুগ্ধ মধুর হৃদয় আমারপায় খুঁজে যে রুপ তোমারশিল্পীর সেরা শিল্পী তুমিগাই যে গান …