দুনিয়া সুন্দর মানুষ সুন্দরআসমান সুন্দর জমিন সুন্দরসুন্দরে সুন্দরে পাল্লাজানিনা কত সুন্দর তুমি আল্লাহ।। ঝর্ণা ছুটে চলে একেবারেপৃথিবীর পটে কত ছবি একে। নদীরও কলতানেসাগরের গর্জনেঢেউয়ে ঢেউয়েদেয় পাল্লা।। বাগানে ফুটে ফুলরাশি রাশিরাতেরই তারা ভরাচাঁদের হাসি। গুন গুন গানে ডেকেমৌমাছি মধু চাকেফুলে ফুলে করে হল্লা।। দখিনা বাতাস গায়েপরশ বুলিয়েতার …
কোন একদিনএই দেশের আকাশেকালেমার পতাকা দুলবে।সেইদিন সবাইখোদায়ী বিধান পেয়েদুঃখ-বেদনা ভুলবে।কোন একদিন……. সেদিন আর রবে নাহাহাকার,অন্যায়, জুলুম, অবিচার-১থাকবেনা অনাচার,দুর্ণীতি – কদাচার-১সকলেই শান্তিতে থাকবে,সেইদিন সবাইখোদায়ী বিধান পেয়েদুঃখ-বেদনা ভুলবে। একাকিনী রমণী,নির্জন পথে যাবে।কোনজন কটু কথা কবে না।কোনদিন পথে-ঘাটে,সম্পদের মোহে,খুন আর রাহাজানি রবে না। সেই দিন আরনয় বেশী দূরে-১আর কিছু …
আমি ক্লান্ত যখন পাপের ভারেডুব দিয়ে রই ঘোর আঁধারেঅন্তরে হয় ক্ষতযেন তোমায় ডাকি জায়নামাজেমন ঢেকে যায় প্রেমের ভাজেসিজদাতে হই নত। যদি,এই দুনিয়ার দুঃখ জ্বালাসুখের ঘরে দেয়রে তালাকাঁদায় অবিরতযদি,খুব প্রিয়জন প্রাণের স্বজনঅবহেলায় দেয় ভেঙে মনযায় দূরে যায় শত। যদি,নাই বা আসে সেই মধু ক্ষণসফলতার সব আয়োজনহয় না …
মরণ,,,,,,,,বিনা নোটিশে আসিবে মরণযেথায় তুমি যাও (মনা)ভাবিছো এভাবে,কাটিবে জীবনপাপে ভরা নাও (তোমার),,,ভুলিয়া মালিকরেপাপেরও সাগরেজীবন তুমি কাটাইলাহারামের পথে হেঁটেমানুষের হক লুটেরাজপ্রাসাদ বানাইলা (তুমি)বাড়ি গাড়ি টাকা কড়িক্ষমতার বাহাদুরিযাবে যতই সাথে চাও (মনা),,,দুনিয়ার বাড়িতেকত রঙের খেলাকত রঙ তুমি দেখাইলা,,,যাওনের ডাক আসিলে,,,,রঙের খোলশ খুলেসাদা রঙ গায়ে জড়াইলা(তুমি)স্বজনের আহাজারি,রঙের দুনিয়াদারিসবই হইবে …