ও মুর্শিদ ওআমার মন মজাইয়া রেদিন মজাইয়া, মুর্শিদ, নিজের দেশে যাওআমার মন মজাইয়া রেদিন মজাইয়া, মুর্শিদ, নিজের দেশে যাওও মুর্শিদ ওএকে আমার ভাঙা ঘর, তার উপরে লরে চরকখন জানি এই ঘর ভাইঙ্গা পড়ে রেআবের নেওয়ারি রে, কাঁচা বাশের বেড়া রেআবের নেওয়ারি রে, কাঁচা বাশের বেড়া রেবাজার …
ঘুম যদি না আসে গভীর রাতেপ্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে পশু-পাখি, গাছগাছালিপ্রভুর প্রেমে জেগে করে মিতালীমানুষ হয়ে তোমরা কেনোগভীর ঘুমে আছো মেতে আকাশ-বাতাস, গ্রহ-তারাপাহাড়-নদী, ঝর্ণা ধারাপাখিদের কলতানে মিষ্টি সুরেতোমারি প্রেমে গেয়ে উঠে মেতে সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায়ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায়সাগর নদী জোয়ার ভাটাতোমার প্রেমে …
আল্লাহ আমার রবএই রবই আমার সব দমে দমে তনু মনে তারই অনুভব ।। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব ।। আকাশের সুনীলে ধরনীর সবুজে অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে।। তোমার মদদ পেলে আমি আর না কিছু …
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর-২সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে -২করতাম কতগুনো গান তোরভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর-২ তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘরভাবিনি কখনো তুই হয়ে যাবি পর-২ ভাবলিনা তুই আমার কথায় হায়,অশ্রু এসে দুচোখ …
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দরআসমান সুন্দর, জমিন সুন্দরসুন্দরে সুন্দরে পাল্লাজানিনা কত সুন্দর তুমি আল্লাহ।জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।দুনিয়া সুন্দর, মানুষ সুন্দরআসমান সুন্দর, জমিন সুন্দরসুন্দরে সুন্দরে পাল্লাজানিনা কত সুন্দর তুমি আল্লাহ।জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।ঝর্ণা ছুটে চলে একেবেকেপৃথিবীর পথে কত ছবি একেঝর্ণা ছুটে চলে একেবেকেপৃথিবীর পথে কত ছবি …
আল্লাহু আল্লাহুতুমি জাল্লে জালালুশেষ করাতো যায় না গেয়েতোমার গুনগান। (২) তুমি কাদের গাফ্ফারতুমি জলিল জাব্বারঅনন্ত অসীম তুমিরহিম রহমান। তুমি মাটির আদমকেপ্রথম সৃষ্টি করিয়াঘোষণা করিয়া দিলেশ্রেষ্ঠ বলিয়া।তাই নূরের ফেরেস্তাকরে আদমকে সেজদা। (২)তুমি সবার চেয়ে দিলেমাটির মানুষকে সন্মান।। শিশু মুসা নবীরেযখন দুশমনেরি ঢড়েসিন্দুকে ভরিয়া দিলেভাসাইয়া সাগরে।প্রাণে ছিল তাহার …