যদি কেউ তোমারী হৃদয় ভেঙে দেয়
কষ্টে দুচোখে পানিই ভরে যায়
মনে হলে প্রিয় এসো ফিরে দ্বার আমার খোলা
খোলাই থাকিবে তোমারী তরে
আমি স্রস্টা তোমার তুমি সৃষ্টি আমার
ভালোবেসে সবি দিয়েছি উপহার
চারিদিকে সবি সবুজে রাঙানো
মনের মত করে সাজানো গুছানো
যদি কেউ তোমাকে বন্ছিত করে
কষ্টে বুকেতে ব্যাথায় যদি ভরে
আগুন পানি হাওয়া সবার তরে
সবি দিলাম ভরে দেখ মাটি চিরে
যা কিছু তোমার থাকবে প্রয়োজন
মালিকানা দিলাম তুমিই তো মহাজন
তবুও যদি কেউ তোমাকে মারে
কেড়ে নিয়ে সবি ফেলে দেয় দূরে
যা তুমি চেয়েছ তার বেশী পেয়েছ
বিনিময় কি আমায় বলনা দিয়েছ
আপন আপন করে যাদের চেয়েছ
আজ তারা কোথায় ভেবে কি দেখেছ
এস এম নজরুল যদি তৌবা করে
চোখে নিয়ে পানি ডাকে বারেবারে
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – https://islamicminar.com
আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান