প্রত্যেক মুসলমানের জন্য জুম্মা মোবারক হচ্ছে ছোট ঈদের মত। এছাড়া অনেকের মতে শুক্রবার হচ্ছে গরিবের জন্য হজের মত। তাই এই দিনটি কে শরনীয় করে রাখার জন্য অনেকে স্ট্যাটাস খুজে থাকেন। তাই আমারা চেস্টা করেছি আপনাদের জন্য সঠিক কিছু স্ট্যাটাস খুঁজে বের করার।
১. শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক
.jpg)
২. যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
-আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
জুম্মা মোবারক

৩. কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক
.jpg)
৪. শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

৫. বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক
.jpg)
৬. আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক

৭. সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.
জুম্মা মোবারক
.jpg)
৮. নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক

৯. নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক
.jpg)
১০. শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক

১১. নতুন আশা,নতুন দিন, আজকে হল জুমার দিন
লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর
আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো।
সকলকে জুম্মা মোবারক
.jpg)
১২. নামাজ পড়ো,
নিশ্চয়ই আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে
জুম্মা মোবারক

১৩. যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে
আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন
জুম্মা মোবারক
.jpg)
১৪. যে পবিত্র থাকতে চায় ,
তাকে আল্লাহ পবিত্র রাখেন
জুম্মা মোবারক

১৫. আয়াতুল কুরসি।
পড়ে বাড়ি থেকে বের হলে।
৭০হাজার ফেরেশতা চর্তুদিক
থেকে রহ্মা করে।
জুম্মা মোবারক
.jpg)
১৬. সূরা ফাতিহায় এতই বরকত যে।
তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
জুম্মা মোবারক

১৭. মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ‘ মা ‘
তোমাকে কথা বলা শিখিয়েছেন !
জুম্মা মোবারক
.jpg)
১৮. সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
– যার বেতন হচ্ছে জান্নাত
জুম্মা মোবারক

১৯. মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে
আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
-হযরত মুহাম্মদ (সাঃ)
.jpg)
২০. তুমি ফিরে যাও আল্লাহর দিকে
সৌভাগ্য ফিরবে তোমার দিকে
জুম্মা মোবারক

২১. মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই
যাকে তুমি আপন ভাবো সে হবে পর
আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর
“জুম্মা মোবারক”
.jpg)
২২. তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,
যাদের আচার আচরণ সবচেয়ে ভালো
জুম্মা মোবারক

২৩. এই বরকতময় শুক্রবারের জন্য আল্লাহকে ধন্যবাদ।
পবিত্র জুম্মার শুভেচ্ছা
.jpg)
২৪. তোমাদের মধ্যে সে-ই উত্তম,
যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।
-ইবনে মাজাহ
জুম্মা মোবারক

২৫. দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
-সুবাহানাল্লাহ
জুম্মা মোবারক
.jpg)
২৬. তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।
[হযরত আলী (রহঃ)]
জুম্মা মোবারক

২৭. ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“
যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
[ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
জুম্মা মোবারক
.jpg)
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – https://islamicminar.com
আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান