অযুর ব্যাপারে মহান আল্লাহ বলেন,
“হে মুমিনগন! যখন তোমরা নামাযে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসাহ করো এবং টাখনু পর্যন্ত পা ধৌত করে।” (সূরা ময়েদা, আয়াত : ৬)
আমরা অনেকেই জানতে চাই- অযুর ফরজ কয়টি কি কি? উল্লেখিত আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট হয় যে,
অজুর ফরজ ৪ টি
১। সমস্ত মুখ ধোয়া, ২। দুই হাতের কনুইসহ ধোয়া, ৩। মাথা মাসাহ্ করা, ৪। দুই পা টাখনুসহ ধোয়া।
হাদিসে বর্ণিত অজু করার নিয়ম
মহানবী হযরত মুহাম্মদ সা. সাহাবায়ে কেরাম কে নিজে অজু করে শিক্ষা দিয়েছেন যে কিভাবে সঠিক রূপে অযু করা যায়।
“নবীজী সা. উভয় হাতের কব্জি তিনবার ধৌত করলেন, তিনবার কুলি করলেন এবং তিনবার (নাকে পানি দিয়ে) নাক ঝাড়লেন। মুখমন্ডল তিনবার ধৌত করলেন। দুই হাত তিন-তিনবার ধৌত করলেন এবং মাথা মাসাহ করলেন। দুই পা তিন-তিনবার ধৌত করলেন, অতঃপর মহানবী সা. দাঁড়িয়ে গেলেন। পানির পাত্র ধরে তিনি পানি পান করলেন, অতঃপর (সাহাবী) বলেন, এরূপ করতে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি।” (আল-হাদিস, মুসান্নাফে আবদুর রাজ্জাক: ১২১)
আরো পড়ুন >> অযুর দোয়া ও নিয়ত আরবি ও বাংলা অনুবাদ সহ
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – https://islamicminar.com
আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান