পৃথিবীর বয়স বেড়ে
পা দিয়েছে শেষ জামানায়
সহসাই হারিয়ে যাবে
গহিন তলে দূর অজানায়
যা কিছু করার তোমার
করে নাও এবেলায়
পাবেনা সময় দেখো বেলা বয়ে যায়
পৃথিবীর সবকিছু আর আগের মতো নেই
প্রকৃতি আজ বদলে গেছে হারিয়ে ফেলে খেই
বুঝি আজ সময় এলো
প্রলয়ের বীন বাজিলো
খুজে ফেরে আজরাইল তোমায়
দুনিয়া তোমায় কিছু দেবে নাকো
তুমি দুনিয়ার ভোগ বিলাশে আপনহারা
সফলতা তুমি পাবে নাকো
সঠিক পথে চলা ছাড়া
জামানার পথচলা আজ পড়ন্ত বেলায়
দেবার কিছু নেই যে তাহার চরম অসহায়
শুধু আজ কুরআন ছাড়া
সবই তো ভ্রান্তি ভরা
ফিরে এসো কুরআনের ছায়ায়
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – https://islamicminar.com
আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান