রজব মাসের চাঁদের রোশনিআনে খুশির বানশা’বান এসে দেয় জানিয়েআসছে রামাদান।।আল্লাহুমা বারিকলানাফি রাজাবা ওয়া শা’বানওয়া বাল্লিগনা রামাদান। রজব মহান আল্লাহ্ তা’লারআমার যে শা’বানরমযান আমার উম্মতের মাসনবীজী ফরমান।।রমযানের চাঁদ উৎসবে তাইনাচে মুমিন প্রাণ।।আল্লাহুমা বারিকলানাফি রাজাবা ওয়া শা’বানওয়া বাল্লিগনা রামাদান। খুশির জোয়ার বয়ে আনেমাগফেরাতের মাসপাপী তাপী মিলে সবাইকরে নেকের …
ওগো মোর পেয়ারা নবিতুমি সৃষ্টির সবই‘তুমি মাহবুবে খোদা সাহে দু জাহান’ ১‘আমার ইমান,আমার দ্বীন,আমার জান ১ ওগো মোর পেয়ারা নবিতুমি সৃষ্টির সবই‘তুমি মাহবুবে খোদা সাহে দু জাহান’ ১‘আমার ইমান,আমার দ্বীন,আমার জান – ১ তোমারই নূর হতেএসেছে প্রাণ যাতেভালোবাসা যে তাতে – ১‘ইয়া নবি তবু কাছে পাইবে …
আহালান, সাহালান, এলো শারু রমাদান তিমির জগত বুকে, আবার এলো যে ফিরেমাগফিরাতের আওবানরুপার চাঁদের ডোরে, রাতের প্রদীপ গুলোগেয়ে যায় নাজাতের গান ২ এসো, হে পথ হারা, দাও ডাকে শারারহমের ছায়া নীড়ে।নাজাতের বাণী নিয়ে, রমাদান এলো ফীরেএলো ফীরেরমাদান এলো ফীরে ঈমানের রঙ দিয়ে রাঙবে আবারআঁধার দিলের বাগানছেহেরী …
পৃথিবী থমকে গেছেহারিয়েছে চিরচেনা রুপ,থেমে গেছে কোলাহলভেঙ্গে গেছে মনবলঅদৃশ্য ইশারায় সব নিশ্চুপ।ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকারঅদৃশ্য কেউ যেন বলছে ডেকেবল আজ রাজত্ব কার। (১ম অন্তরা)*বিপদের ঘনঘটাআজ দিকে দিকেআশার আগামী যেনধুশর ফিকেআআআআ আ আ আবিষাদের কারগারেবন্ধি সবিবড় দুর্যোগ আজসীমালঙ্ঘিতএ মানবতার।।ঐ ♣২য় অন্তরা♣ক্ষনিকের রঙচটালাজ হীনা সুখেদুঃখের সুনামি …
ঐ দেখা যায় দূর আকাশেচাঁদ কী দারুণ হাসেরহম-ক্ষমার বার্তা নিয়েসিয়াম ফিরে আসে।।::রোযা মানে নয় উপবাসসারাটাদিন চলারোযা হলো শুদ্ধ মনেরবের কথা বলা।মুমিন হৃদয় হিংসা ভুলে-প্রেম সাগরে ভাসে।।::বছর জুড়ে জমে আছেমনে যত কালোএকটি মাসের ইবাদাতেমাফ চেয়ে নাও মুনাজাতেকরো জীবন আলো।।::রমজানেরই রোজা যে জনরাখবে রবের প্রেমেখুশি মনে মালিক তাকেনেবেন …
চোখ মেলো সোনামণি সবার আগে,বুক ভরে শ্বাস নাও সবার আগে।পাখিরা জাগার আগে, সূর্য ওঠার আগেরবকে ডাকো, যেন হৃদয় জাগে।আলহামদুলিল্লাহ আল্লাযি আহয়্যানা বা’দামা আমাতানাঅ-ইলাইহিন নুশুর,রবকে ডেকে তুমি কণ্ঠে তোল এই সুর। পাখিরা যদি জাগে তোমার আগে,লজ্জা কী লজ্জা! তোমার ভাগে।দোয়েল ময়না টিয়েযাকে ডাকে শিষ দিয়েতুমিও ডাকো সেই …
কোরানের মহা সুর শুনে সেদিনকথা: আবু তাহের বেলালসুর: মশিউর রহমান কোরানের মহা সুর শুনে সেদিনযেমন গলেছিলো ওমরের মনতেমনি করে তুমি দাও গলিয়েবিপথগামী যত মানুষের মনআ…..আ….. ওরা তো কোরআন পড়ে নাবোঝেনা তো তার মর্মবাণীআঁধারের পথে তাই বারবারআলেয়া ওদের নেয় যে টানিতবুও আদরের ফুল ঝরিয়েহেফাজত করো তুমি সারাক্ষণ …