30+islamic quotes bangla || ইসলামিক স্ট্যাটাস

islamic quotes bangla

islamic quotes

30+islamic quotes bangla || ইসলামিক স্ট্যাটাস

১।  যখন যা মন চায় তাই খেয়ে ফেলাও অপব্যয়ের অন্তর্গত।

২। গোপন কথা যে ব্যক্তি নিজের মনের মধ্যে দাফন করে রাখতে পারে সে তার নিরাপত্তা নিজের কবজায় রাখতে সমর্থ হয় ।

৩। যে ব্যক্তি নিজেকে আলেম বলে জাহির করে সেই প্রকৃত জাহেল। যে নিজেকে জান্নাতী বলে প্রকাশ করে তার পক্ষে জাহান্নামী হওয়ার সম্ভাবনাই বেশী।

৪। প্রকৃত তওবা হচ্ছে মন্দকাজ থেকে নিজেকে এমনভাবে সরিয়ে আনা যেন পুনরায় এমন কোন কিছু করার আকাংখা কখনও মনে জাগ্রত না হয়।

৫। প্রকৃতকর্মী সেই ব্যক্তি যে দিবসের কাজ পরদিনের জন্য মুলতবী করে না রাখে।

৬। কোন মুসলমানের পক্ষেই জীবিকা অন্বেষণের চেষ্টা ছেড়ে দিয়ে আল্লাহর নিকট জীবিকা চেয়ে দোয়া করতে শুরু করা সমীচিন নয়। কেননা, জীবিকা অর্জন করার জন্যই আল্লাহ পাক তাকে কর্মশক্তি ও মেধা দান করেছেন।

৭। তিনটি আচরণ পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধিতে সহায়ক হয়। ছালাম বিনিময় করা, মজলিসে অন্যের জন্য স্থান করে দেওয়া, একে অন্যকে উত্তম নামে সম্বোধন করা।

৮। অনুশোচনা চারটি পর্যায়ে হতে পারে। যদি না খেয়ে বের হও তবে সারাদিন অনুশোচনা করতে হবে। যদি কোন কৃষক মওসুমের সময় হাত গুটিয়ে বসে থাকে, তবে তাকে বছরভর অনুশোচনা করতে হবে। কারো ঘরে যদি বেয়াড়া স্ত্রী থাকে তবে তাকে সমগ্রজীবন অনুশোচনা করতে হয়। আর যে জাহান্নামে যাওয়ার আমল করে, তার ভাগ্যে অনন্তকাল অনুশোচনা বিধিবদ্ধ হয়।

৯। সবারই প্রার্থনা হওয়া উচিত যেন সম্পদ এত বেশী না হয় যা তাকে অবাধ্য ও পাপাচারী করে দেয়। এত কমও যেন না হয় যদ্দরুন জীবিকা অর্জন করতে গিয়েই আল্লাহকে ভুলে যেতে হয়।

১০। কোন আলেমকে যদি দুনিয়ার ধান্ধায় বেশী মত্ত দেখ তবে দ্বীনের ব্যাপারে তার উপর থেকে আস্থা কমিয়ে আনবে। কেননা, বিশুদ্ধ এলেম এমন একটা বিষয় যা মানুষকে দুনিয়ার ধান্ধায় আবদ্ধ করতে সক্ষম হয় না।

১১। মানুষ মানুষকে গোলামে পরিণত করে কোন অধিকারে? মায়ের জঠর থেকে তো সকল মানুষই স্বাধীন জন্মগ্রহণ করে।

১২। এবাদতে একাগ্রতার বিষয়টি হৃদয় মনের সাথে সম্পৃক্ত। বিশেষ অঙ্গভঙ্গি একাগ্রতার আলামত হতে পারে না।

১৩। বিচার এতদূর বিলম্বিত হওয়াও একটা অপরাধ যতক্ষণে বিচারপ্রার্থীর মনে হতাশা নেমে আসতে পারে।

১৪। হিংসুকের বন্ধুত্ব থেকেও সতর্ক থাকা উচিত। সে তোমার কোন উপকার করতে চাইলেও তদ্বারা ক্ষতি হয়ে যেতে পারে।

১৫। যে ব্যক্তি আমার দোষত্রুটি সম্পর্কে আমাকে অবগত করে তার উপর আল্লাহর রহমত হোক।

১৬। কোন আলেমের যখন পদস্খলন ঘটে তখন একটি জাতি বিভ্রান্ত হতে পারে।

১৭। মানুষের সাথে সদ্ব্যবহার প্রজ্ঞার অর্থভাগ। ভালভাবে প্রশ্ন করতে জানাও এলেমের পরিচয় এবং গুছিয়ে কাজ করতে জানাটাই জীবিকার্জনের চাবিকাঠি ।

১৮। দুনিয়ার প্রতি আকৃষ্ট লোভী ব্যক্তিকে দ্বীনি এলেম শিক্ষা দেওয়া ডাকাতের হাতে তরবারী বিক্রি করার শামিল।

১৯। কাউকে তার ক্রুদ্ধ অবস্থায় পরীক্ষা করার আগ পর্যন্ত তার বিচার বুদ্ধির উপর আস্থা স্থাপন করো না।

২০। লোভের মুখোমুখী না হওয়া পর্যন্ত কারো দ্বীনদারীর পরীক্ষা হয় না।

২১। যে ব্যক্তি তোমাকে তোমার দোষত্রুটি সম্পর্কে অবহিত করে সেই তোমার প্রকৃত বন্ধু। আর যে সম্মুখে তোমার প্রশংসা করে সে তোমাকে জবাই করার ব্যবস্থা করে। 

২২। অট্টহাসিতে আয়ুক্ষয় এবং ব্যক্তিত্ব নষ্ট করে। এটা মৃত্যুচিন্তা থেকে গাফেল থাকারও আলামত ।

২৩। লোভ করা মিছকীন হওয়ার আলামত। আকাঙ্ক্ষা পরিত্যাগ করাই প্রকৃত আমিরী আর নিজের সুকৃতির প্রতিদান না চাওয়াটাই ছবর।

২৪। কারো সদ্ব্যবহারের মোকাবেলায় সদ্ব্যবহারের অর্থ তার হক আদায় করা। অসদ্ব্যবহারের বদলায় সদ্ব্যবহার করার নাম অনুগ্রহ।

২৫। কথা কম বলা প্রজ্ঞার আলামত। কম খাওয়া সুস্বাস্থ্যের, কম ঘুমানো এবাদতের এবং মানুষের সাথে সম্পর্ক সীমিত রাখা নিরাপত্তার কারণ হয়ে থাকে।

২৬। বার্ধক্যের আগে যৌবন এবং মৃত্যুর আগে বার্ধক্যও নেয়ামত বলে বিবেচিত হয়।

২৭। দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয় হতে পারে যদিও সে পাপী হয়।

২৮। জালেমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার শামিল

২৯। হালাল এবং হারাম সংমিশ্রিত হলে হারামই প্রবল থাকে যদি তা সামান্যও হয়। 

৩০। আল্লাহর দুশমনের সাথে কোন মুমেনের বন্ধুত্ব থাকতে পারে না ।

৩১। নির্জনতা কিংবা নামগোত্রহীন হয়ে বেঁচে থাকার মধ্যেই প্রকৃত নিরাপত্তা নিহিত । কোন কিছুর দশ ভাগের একভাগও যদি হারাম থাকে, তবে অবশিষ্ট নয়ভাগও পরিত্যাজ্য।

৩২। দুনিয়ার জীবনে সম্মান মালের দ্বারা হাছিল হতে পারে, তবে আখেরাতের সম্মান শুধুমাত্র আমলের দ্বারাই অর্জিত হবে।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরো পড়ুন>>২৪ টি ইসলামিক স্ট্যাটাস ছবি সহ

Add Comment