60+islamic quotes bangla || ইসলামিক স্ট্যাটাস || ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

 

60+islamic status bangla

islamic caption bangla

60+islamic quotes bangla || ইসলামিক স্ট্যাটাস || ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

১। আশ্চর্যান্বিত হতে হয় সেই ব্যক্তিকে দেখে যে মৃত্যুকে অবধারিত জানার পরও হাস্য-কৌতুকে সময় ক্ষেপণ করার মত দুঃসাহস দেখায়।

২। আশ্চর্যান্বিত হতে হয় ঐ ব্যক্তিকে দেখে যে দুনিয়াকে ক্ষণস্থায়ী জানার পরও এর প্রতি আকর্ষণ বোধ করে।

৩। আশ্চর্যান্বিত হতে হয় ঐ ব্যক্তির প্রতি যে তকদীরকে যথার্থ বলে বিশ্বাস করার পরও কোন কিছু হাতছাড়া হয়ে গেলে শোকাভিভূত হয় ।

৪। আশ্চর্যজনক সেই ব্যক্তির আচরণ যে হাশরের হিসাব সত্য বলে জানার পরও ধন সম্পদ সঞ্চয় করে।

৫। আশ্চর্যজনক সেই ব্যক্তির ক্রিয়া কর্ম, যে দোযখ যথার্থ জানার পরও পাপে লিপ্ত হয়।

৬। আশ্চর্যজনক সেই ব্যক্তির আচরণ যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করার পরও অন্যের উপর ভরসা করে।

৭। আশ্চর্যজনক সে ব্যক্তির আচরণ যে জান্নাত যথার্থ জানার পরও দুনিয়াতে আরাম-আয়েশ অনুসন্ধান করে।

৮। আশ্চর্যজনক সেই ব্যক্তির ক্রিয়াকর্ম যে শয়তানকে শত্রু জানার পরও তার অনুসরণ করে ।

৯। যে আলেম জ্ঞান বিতরণ করে না, যে অস্ত্র কখনও ব্যবহৃত হয় না, যে সম্পদ কল্যাণকর কাজে ব্যয়িত হয় না, যে এলেম অনুযায়ী আমল করা হয় না, যে মসজিদে নামায পড়া হয় না, যে সৎ পরামর্শ কেউ গ্রহণ করে না, যে দরবেশের অন্তর দুনিয়ার লোভ-লালসা থেকে মুক্ত নয়- সে সব কিছুই অর্থহীন বেকার ছাড়া আর কিছু নয় ।

১০। অনেক ক্ষেত্রেই অপরাধ ক্ষমা করে দেওয়ার ফলশ্রুতিতে অপরাধীকে আরও ভয়ঙ্কর করে তুলে।

১১। হে মানব সকল! আল্লাহ পাক তোমাদিগকে তাঁর আনুগত্যের জন্যই সৃষ্টি করেছিলেন, আর তোমরা কিনা অন্যের আনুগত্য করতে উৎসাহ বোধ কর ।

১২। বিপদে যে ব্যক্তি নিজের চেষ্টা তদবীর এবং অন্যের সাহায্য-সহযোগিতা লাভে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আল্লাহর প্রতি রুজু হয়, আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন।

১৩। অতিরিক্ত বিনয় মুনাফেকীর আলামত।

১৪।  আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করো না এবং পাপ ছাড়া অন্য কোন কিছুর ভয়ে ভীত হয়ো না ।

১৫। দুনিয়াকে যে যত বেশী চিনেছে, সে এর দিক থেকে তত বেশী নিস্পৃহ হয়েছে।

১৬। পার্থিব জীবনের ভোগ-বিলাস অনন্ত জীবনের প্রাপ্য হ্রাস করে দেয়।

১৭। দুশ্চরিত্রকে যেভাবে ইচ্ছা পরীক্ষা কর, সাপ-বিচ্ছুর চাইতে কোন অংশেই কম

পাবে না।

১৮। শান্তির সাথে জীবন যাপন করার মত উপায়-উপকরণ হস্তগত হওয়ার পরও যে ব্যক্তির আকাংক্ষা মেটে না তার পক্ষে তৃপ্ত হওয়া অসম্ভব।

১৯। আমলবিহীন এলেমও অনেক সময় উপকারী হতে পারে। কিন্তু এলেম-বিহীন আমল উপকারী হয় বলে আমার জানা নাই।

২০। নিজের বোঝা যত কমই হোক, তা অন্যের উপর চাপাতে চেষ্টা করো না । আখেরাতের চিন্তা বাদ দিয়ে যা কিছুই করা হয়, তার সবটুকুই দুনিয়াদারী ।

islamic caption bangla || ইসলামিক স্ট্যাটাস

২১। মুখ বন্ধ করে ফেলাটাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা।

২২। আবেদের সর্বোচ্চ স্তর হচ্ছে অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া।

২৩। এ দুনিয়া একটি সরাইখানা। আখেরাতের যাত্রীদের জন্য এটি ওয়কফ করে রাখা হয়েছে। বিদায়ের সময় নিজের পাথেয়র কথাই চিন্তা কর, সরাইখানার কোন আসবাবপত্রের প্রতি লোভ করো না ।

২৪।  জিহ্বার স্খলন পদস্খলনের চাইতে অনেক বেশী বিপজ্জনক।

২৫। গরীবের এক টাকার সদকা ধনীর লাখ টাকার চাইতেও বেশী মূল্যবান। 

২৬। যদি পাপ করতেই চাও তবে এমন জায়গা তালাশ কর যেখানে তোমার বিবেচনায় আল্লাহর দৃষ্টি পৌঁছে না।

২৭। হে অকৃতজ্ঞ মানুষ! সৃষ্টিকর্তার এবাদত যদি তোমার মনঃপুত না হয় তবে তুমি তাঁর সৃজিত বস্তু ব্যবহার করবে কোন লজ্জায়?

২৮। আল্লাহর দৃষ্টিতে রিয়াকার প্রতিপন্ন হওয়ার চাইতে বরং লোকেরা তোমাকে গোনাহগার জানুক, সেটা অনেক ভাল।

২৯।  আলেম এবং আবেদের পক্ষে বড় লোকের বন্ধুত্ব কামনায় ব্যাকুল থাকাটা রিয়াকারীর সর্বাপেক্ষা জঘন্য আলামত।

৩০। জালেম এবং তার সম্পর্কীয়দের সাথেও কোন সম্পর্ক রেখো না।

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

৩১। জান্নাতে যাওয়ার পর ক্রন্দন করা যেমন অকল্পনীয় ব্যাপার হবে, তেমনি দুনিয়ার জীবনে হাসি-উল্লাসও যে কোন বুদ্ধিমান ব্যক্তির পক্ষে অচিন্তনীয় ব্যাপার ।

৩২। যাতে তোমার অধিকার নাই, এমন সুগন্ধ থেকেও নাক বন্ধ করে রাখা উচিত কেননা, দূর থেকে অনভিপ্রেত বস্তুর গন্ধ নেওয়াও এক ধরনের অনধিকার চর্চা। 

৩৩। যার দৃষ্টি আছে, তার দৃষ্টিতে প্রতিটি দিনই হাশরের দিনরূপে প্রতিভাত হয় । 

৩৪। পোষ্যদের জন্য যে ব্যক্তি মেহনত করে তার সে মেহনত জেহাদে রত ব্যক্তির পুণ্যের সমতুল্য।

৩৫। অনাচারী বড়লোকদের প্রশংসা করো না। জালেমের তোষামোদ করা হলে আল্লাহর গজব নাযিল হয় ।

৩৬। অন্যের উৎসাহ বর্ধনের লক্ষ্যে প্রকাশ্যে দান করা গোপন দানের চাইতে উত্তম। 

৩৭। সর্বাবস্থায় আল্লাহ সঙ্গে আছেন, এ অনুভূতি সর্বোত্তম ঈমানের আলামত ।

৩৮। বিনয়ী ব্যক্তি দুনিয়া ও আখেরাতে যা আকাংক্ষা করবে তাই পাবে।

৩৯। যে ব্যক্তি একমাত্র আল্লাহর প্রতি নিষ্ঠাবান, তার পক্ষে অনেক কিছুর প্রতি ঘৃণা পোষণ স্বাভাবিক ব্যাপার ।

৪০। গৃহপালিত পশুরাও স্বীয় মালিককে চিনে, কিন্তু অনেক মানুষই তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে না।

৪১। লজ্জাবোধ সকল সৎকর্মের উৎস। আর বেহায়ামী যাবতীয় মন্দ স্বভাবের জনক।

৪২। কটুভাষী ব্যক্তি তিন প্রকার লোককে আহত করে। প্রথমতঃ নিজের আত্মাকে, দ্বিতীয়তঃ যার প্রতি মন্দ কথা বর্ষিত হয় তাকে এবং তৃতীয়তঃ যে তা শুনে, তাকে।

৪৩। আল্লাহ পাক থেকে যা কিছু আসে তা হৃষ্টচিত্তে মেনে নিতে পারলে দুনিয়াই তার জন্য জান্নাত হয়ে যায়।

৪৪। যে ব্যক্তি নিজের জুতা সেলাই করা, গরীব কর্মচারীদের রোগে-দুঃখে তাদের দেখতে যাওয়ার মত মানসিকতা অর্জন এবং নিজের কাপড় ধুয়ে তাতে প্রয়োজনে তালি লাগাতে পারে, সেই অহংকার থেকে মুক্ত হওয়ার মত মানসিক শক্তি অর্জন করতে সক্ষম হয়।

৪৫। নিজের অপরাধ তুমি যতই গোপন কর না কেন, মানুষের সন্ধানী চোখ তা খুঁজে বের করবেই ।

৪৬। তরবারির আঘাত মানুষের শরীর জখম করে। কিন্তু মন্দ কথার আঘাত হৃদপিন্ড

রক্তাক্ত করে দেয় ।

৪৭। বান্দা যে পর্যন্ত ভোগ এবং ধনাঢ্যতা থেকে সম্পূর্ণ নিস্পৃহতা এবং অতি সাধারণ জীবন যাপনের প্রতি পূর্ণ আকর্ষণ অনুভব করতে না শিখে সে পর্যন্ত ঈমানের গভীর তাৎপর্য আত্মস্থ করতে সক্ষম হয় না।

৪৮। মুমিন ব্যক্তির সর্বাপেক্ষা সুরক্ষিত আশ্রয়স্থল হচ্ছে তার এমন একটা পারিবারিক পরিবেশ যা তার জিহ্বা, যৌনাঙ্গ ও দৃষ্টিকে হেফাজত করতে পারে।

৪৯। অন্যের দোষত্রুটি গেয়ে বেড়ানোর মত পর্যাপ্ত অবসর যে ব্যক্তি করে নিতে পারে, তার চাইতে বড় হতভাগ্য আর কেউ হতে পারে না ।

৫০। মুসলমানের জিল্লতি আসে ধর্মের প্রতি উদাসীনতার কারণে, অভাব-অনটন তাকে জিল্লতীর সম্মুখীন করতে পারে না।

৫১। এমন কোন কথা বলো না, যা তোমার সামনে যারা আছে তারা বুঝতে সক্ষম নয়।

৫২। অভাবী গরীব মানুষ যদি তোমার নিকট আসে, তবে সেটাকে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ জ্ঞান করো।

৫৩। ন্যায়-নীতির উপর প্রতিষ্ঠিত লোক সংখ্যায় কম হতে পারে কিন্তু শক্তি ও প্রভাবে তারা মোটেও নগণ্য হয় না ।

৫৪। যত দুরবস্থায়ই পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করো না।

৫৫। মুখ পরিশুদ্ধ হলে পর আত্মার পরিশুদ্ধি সহজতর হয়।

৫৬। রাতভর এবাদত করার পর যদি মনের মধ্যে বিন্দুমাত্র অহমিকা বোধ সৃষ্টি হয় তার চাইতে বরং সারারাত ঘুমিয়ে সকাল বেলায় আল্লাহর নিকট লজ্জিত হওয়া অনেক ভাল। 

৫৭। যে কোন তুচ্ছ পেশাও অন্যের নিকট হাত পাতার তুলনায় অনেক ভাল।

৫৮। পাপ কোন না কোনভাবে মনের শান্তি বিনষ্ট করে দেয়।

৫৯। যার মনে উত্তম পোশাকের প্রতি লোভ সৃষ্টি হয় তার উচিত স্বীয় অন্তিম পোশাক কাফনের কথা স্মরণ করা। বিলাসবহুল অট্টালিকার জন্য যারা ব্যাকুল হয়, তারা যেন সংকীর্ণ কবরবাসের কথা একবার ভেবে দেখে। উত্তম পানাহারের মাধ্যমে যারা শরীর গঠনের কথা ভাবে, তারা যেন স্বীয় মৃতদেহের শেষ পরিণতির কথা একটু চিন্তা করে । 

৬০। আল্লাহর দেওয়া নেয়ামত অস্থানে ব্যয় করাটাও না-শুকরীর আলামত। 

৬১। সম্পদের ফল হচ্ছে বদান্যতা। আমল হচ্ছে এলেমের ফল। নিষ্ঠার ফল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি।

৬২। মানুষের অধিকার সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারে না।

৬৩। বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার উচিত ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয় তো?

৬৪।  চোখের ভাষার আর্তি যে বুঝে না, তার নিকট কোনকিছু চাইতে যেও না।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরো পড়ুন>> ইসলামিক স্ট্যাটাস ছবি সহ

Add Comment