তুমি আসমানে থাক প্রভূআমি জমিনেতবু তোমারি প্রেম জমেহৃদয় গহিনে আমি তোমারি গোলাম ওগোঅন্য কারো নাআলিমুল গায়েব তুমিমালিক রব্বানাআল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমারি রহম ছাড়াবাঁচা বড় দায়,প্রতি দিনে,প্রতি ক্ষণে,জড়িয়ে রাখো গো আমায়কত শত ভুল মাফ করে দাওজানা কি অজানা কঠিন বিচারের দিনেথেকো গো পাশে,পাপের ভারে নুয়ে গেছিমন …
কথা কাজে মিল দাওমিলে চলা দিল দাওআমাদের রব,নিফাকির দিল দিয়েনয়ে ছয়ে মিল দিয়েক্ষয়ে যায় সব। দেয়া কথা মেনে চলিকাজগুলো জেনে চলিনাই করি ভুল,ওয়াদায় খল হলেকাজ কথা ছল হলেছিড়ে যায় মূল।জুটে যায় খেলাফেরউপমা স্বভাব। সেই কথা দেবো নাতোসেই কাজ নেবো নাতোসাধ্যের অতীত,পরিমিত কাজ নেবোকথাতেও ভাঁজ নেবমিল হলে …
পৃথিবী থমকে গেছেহারিয়েছে চিরচেনা রুপ,থেমে গেছে কোলাহলভেঙ্গে গেছে মনবলঅদৃশ্য ইশারায় সব নিশ্চুপ।ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকারঅদৃশ্য কেউ যেন বলছে ডেকেবল আজ রাজত্ব কার। (১ম অন্তরা)*বিপদের ঘনঘটাআজ দিকে দিকেআশার আগামী যেনধুশর ফিকেআআআআ আ আ আবিষাদের কারগারেবন্ধি সবিবড় দুর্যোগ আজসীমালঙ্ঘিতএ মানবতার।।ঐ ♣২য় অন্তরা♣ক্ষনিকের রঙচটালাজ হীনা সুখেদুঃখের সুনামি …
ঐ দেখা যায় দূর আকাশেচাঁদ কী দারুণ হাসেরহম-ক্ষমার বার্তা নিয়েসিয়াম ফিরে আসে।।::রোযা মানে নয় উপবাসসারাটাদিন চলারোযা হলো শুদ্ধ মনেরবের কথা বলা।মুমিন হৃদয় হিংসা ভুলে-প্রেম সাগরে ভাসে।।::বছর জুড়ে জমে আছেমনে যত কালোএকটি মাসের ইবাদাতেমাফ চেয়ে নাও মুনাজাতেকরো জীবন আলো।।::রমজানেরই রোজা যে জনরাখবে রবের প্রেমেখুশি মনে মালিক তাকেনেবেন …
চোখ মেলো সোনামণি সবার আগে,বুক ভরে শ্বাস নাও সবার আগে।পাখিরা জাগার আগে, সূর্য ওঠার আগেরবকে ডাকো, যেন হৃদয় জাগে।আলহামদুলিল্লাহ আল্লাযি আহয়্যানা বা’দামা আমাতানাঅ-ইলাইহিন নুশুর,রবকে ডেকে তুমি কণ্ঠে তোল এই সুর। পাখিরা যদি জাগে তোমার আগে,লজ্জা কী লজ্জা! তোমার ভাগে।দোয়েল ময়না টিয়েযাকে ডাকে শিষ দিয়েতুমিও ডাকো সেই …
কোরানের মহা সুর শুনে সেদিনকথা: আবু তাহের বেলালসুর: মশিউর রহমান কোরানের মহা সুর শুনে সেদিনযেমন গলেছিলো ওমরের মনতেমনি করে তুমি দাও গলিয়েবিপথগামী যত মানুষের মনআ…..আ….. ওরা তো কোরআন পড়ে নাবোঝেনা তো তার মর্মবাণীআঁধারের পথে তাই বারবারআলেয়া ওদের নেয় যে টানিতবুও আদরের ফুল ঝরিয়েহেফাজত করো তুমি সারাক্ষণ …