লিরিক্সঃ
ছো ট দে র ই স লা মী সং গী ত ♪♪
যদি তুমি বিশ্বাসী হও ||
কথাঃ নূরুজ্জামান শাহ্
সুরঃ সাইফুল্লাহ মানছুর
যদি তুমি বিশ্বাসী হও
নেই তো কোনো ভয়
হবেই তোমার জয়
হবেই তোমার জয়।।
নিরাশ হবে নাকো
রবকে শুধু ডাকো
রাত পেরুলেই পুবাকাশে
নতুন সূর্যোদয়।।
নামাজ পড়ো
সবর করো
শক্ত রেখো মন
বিপদ এলে
অশ্রু ঢেলে
করো সমর্পণ!
হতাশ হবে নাকো
স্বপ্ন চোখে আঁকো
আল্লাহ পাকের ফয়সালাটাই
সবার সেরা হয়।।
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – https://islamicminar.com
আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খাইর