
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
الرَّحْمَنِ الرَّحِيمِ
আর রামানির রাহিম
যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু।
مَالِكِ يَوْمِ الدِّينِ
মালিকি ইয়াওমিদ্দিন
যিনি বিচার অধিকর্তা (মালিক)।
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
ই্য়াকানাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি।
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
ইহ দিনাস সিরাতাল মুস্তাকীম
আমাদেরকে সরল পথ দেখাও।
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ
সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।
غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلا الضَّالِّينَ َ
গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দুয়ালিন
সেইসব লোকের পথে নয় যারা তোমার অভিশাপগ্রস্ত এবং [তাদের পথেও] নয় যারা পথভ্রষ্ট।
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – https://islamicminar.com
আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান